সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে কন্টেইনারবাহী নোঙ্গর করা একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতের ওই বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়।
দুবাই সিভিল ডিফেন্সের একটি দল সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের কারণ জানা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থল থেকে আকাশে একটি অগ্নিগোলক উঠে যায়।
তবে এ ঘটনায় কারো হতাহত হওয়া বা জেবেল আলী বন্দর কিংবা পার্শ্ববর্তী জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির বার্তা সংস্থা এপি জানিয়েছেন, জাহাজে বিস্ফোরণের সময় পার্শ্ববর্তী এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটের ওই বিস্ফোরণের ঝাঁকুনি ২৫ কিলোমিটার দূরের অধিবাসীরাও অনুভব করেছেন।
এপির এক সংবাদ দাতার বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি তার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে আকাশে একটি উজ্জ্বল অগ্নিগোলক দেখতে পান। এক প্রচণ্ড শব্দে তার বাসভবনের জানালার কাচ কেঁপে ওঠে।
বৃহস্পতিবার ভোর রাতে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে দুবাই কর্তৃপক্ষ। এক বিবৃতিতে দুবাইর গভর্নরের গণমাধ্যম অধিদফতর জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।