কর্নাটকের শিক্ষাক্ষেত্রে হিজাব নিষিদ্ধ নিয়ে তোলপাড় সারাদেশ। মামলা গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। এই প্রেক্ষিতে মধ্যপ্রদেশের একটি কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার মধ্যপ্রদেশের দাতিয়া জেলার এক সরকারি কলেজে বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মোর্চা ‘দুর্গা বাহিনী’র আন্দোলনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। ‘দুর্গা বাহিনী’র দাবি মুসলিম ছাত্রীরা কলেজে হিজাব পরে আসতে পারবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হল নতুন বিতর্ক।
কর্নাটক হাই কোর্টের অন্তর্বর্তিকালীন নির্দেশে বলা হয়েছে, সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত সে রাজ্যের পড়ুয়ারা আপাতত হিজাব পরে স্কুল বা কলেজে আসতে পারবেন না। এ নিয়ে মঙ্গলবারও একাধিক মামলার শুনানি চলে আদালতে। তার মধ্যেই সামনে এল মধ্যপ্রদেশের এই ঘটনা।
সোমবার দাতিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডিআর রাহুল জানান, কোনো সম্প্রদায়ের পরিচ্ছদ বলে পরিচিত এমন কোনো পোশাক পরে আসতে বারণ করা হয়েছে পড়ুয়াদের। সেটা হিজাব হতে পারে কিংবা অন্য কোনো সম্প্রদায়ের পোশাক-পরিচ্ছদ।
জানা যায়, সোমবার দুই কলেজ ছাত্রী হিজাব পরে ক্লাসে ঢোকার পর ‘দুর্গা বাহিনী’ আন্দোলন শুরু করেন। ঘেরাও হন কলেজের অধ্যক্ষ। তাদের দাবি, কলেজ ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ করতে হবে। তার পরেই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন।
অধ্যক্ষের দাবি, কলেজের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশ দেয়া হয়েছে। আগে কলেজে কেউ হিজাব পরে আসতেন না। কিন্তু কর্নাটকে হিজাব-বিতর্ক শুরু হওয়ার পর পরই কয়েকজন ছাত্রী হিজাব পরে ক্লাসে আসতে শুরু করেন।