আফগানিস্তানের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। এরই মধ্যে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
শুধু প্রেসিডেন্ট নয়, প্রাণে বাঁচার জন্য দেশ ছাড়তে মরিয়া হয়ে পড়েছেন আফগানরা। হাজার হাজার মানুষ এখন কাবুল বিমানবন্দরের দিকে ছুটে চলেছেন। একে অপরকে ঠেলে যেভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। জনসমুদ্রে পরিণত হয়েছে কাবুল বিমানবন্দর।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোঁড়ে মার্কিন সেনারা।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানে আমার খুব ভয় লাগছে। আকাশের দিকে তারা অনেক গুলি ছুঁড়ছে’। বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ‘জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা যায়।