প্রায় দেড় বছরের বেশি সময় পর করোনার বিধি-নিষেধ শিথিল করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মাধ্যমে আজ মক্কা মুকাররমা ও মসজিদে নববীতে কোন ধরনের সামাজিক দূরত্ব ছাড়াই ফজর নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।
হারামাইন ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কাবা শরীফ ও মাকামে ইব্রাহীমের আশপাশের লাগানো করোনা সতর্কতার বিভিন্ন চিহ্ন সরিয়ে দেওয়া হয়েছে।
ওমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য উন্মুক্ত (খোলা) স্থানে মাস্ক পড়া আর বাধ্যতামূলক থাকবে না (কিছু ব্যতিক্রম ছাড়া)। তবে বদ্ধ যায়গায় মাস্ক পড়তে হবে।
মক্কার মসজিদুল হারাম (কাবা শরিফ এলাকা) এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা যেতে পারবেন ও নামাজ আদায় করতে পারবেন। এখানে কর্মরত কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পড়তে হবে।
সামাজিক দূরত্ব উঠিয়ে দেওয়ার পর আজ ১৭ অক্টোবর (রবিবার) হারাম শরীফে দেখা যায় ফজর নামাজ আদায়ের নয়নাভিরাম দৃশ্য।