রাজধানীর নদ্দা এলাকায় তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ করে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
গতকাল শুক্রবার (১০ জুন) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তা খালেদা খানম বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এরপর প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, বাসটি নতুন বাজার পার হয়ে টঙ্গীর দিকে যাওয়ার সময় নদ্দা এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।