বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:)-কে নিয়ে নুপুর শার্মা নামে দিল্লির এক বিজেপি নেত্রী বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি তার ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।
বিজেপি নেত্রী দাবি করেন, ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের ‘এডিট’ করা একটি ভিডিও টুইট করেছিলেন। তার ফলেই বিতর্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, জুবায়ের জ্ঞানবাপী মসজিদের মামলার ওপর একটি টিভি বিতর্ক শো থেকে ৮৬ সেকেন্ডের একটি ক্লিপ টুইট করেন। সেখানেই নুপুরকে নবীজী হযরত মুহাম্মাদ (সা:)-এর বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।
শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ, ধর্মীয় ভাবাবেগে আঘাত-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নবীজী হযরত মুহাম্মাদ (সা:)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নুপুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ইরফান শেখ নামের এক ব্যক্তি।