নামাজির সামনে দিয়ে অতিক্রম করা একটি গুনাহের কাজ তা আমরা সকলেই জানি। তবে অনেকেই জানি না এটি কত বড় গুনাহের কাজ। তাই অবলীলায় আমরা গুনাহ্টি করে ফেলি।
এক্ষেত্রে আমরা যে ভুল করি তা হলো-
এক্ষেত্রে আমাদের আরো অনেক ভুল হয়ে যায়। সেগুলো থেকেও বেঁচে থাকা জরুরী।
সূত্রঃ ভুল শুধু ভুল