হাদীসে বর্নিত আছে যে ব্যক্তি নামাজের প্রতি যতবান হয় আল্লাহ তাকে পাঁচ প্রকারে সম্মানিত করেন।
১। রিজিকের অভাব দূর করে দেন।
২। কবরের আজাব মাফ করে দেন।
৩। হাশরের মাঠে ডান হাতে আমল নামা দিবেন।
৪। চোখের পলকে পুলসিরাত পার করে দিবেন।
৫। বিনা হিসাবে জান্নাত দিবেন।
মোট কথাঃ দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ হাসিলের জন্য নামাজের রয়েছে অন্যতম ভূমিকা ।
হাফেজ ইবনে হাজার রহ. মুনাব্বিহ নামক কিতাবে হযরত ওসমান গনী রা. থেকে বর্ননা করেন, যে ব্যক্তি নিয়মিত যত্ন সহকারে সময় মত নামাজ আদায় করে আল্লাহ তাকে ৯টি পুরষ্কার দ্বারা সম্মানিত করেন।
(১)আল্লাহ নিজে তাকে ভালবাসেন।
(২) তাকে সুস্থতা দান করেন।
(৩) ফিরিস্তাগণ তাকে হেফাজত করেন।
(৪) তার ঘরে বরকত দান কররেন।
(৫) তার চেহারায় নূর ফুটে উঠে।
(৬) দিল নরম হয়।
(৭) বিজলির আকার পুলসিরাত পারের ব্যবস্থা হয়।
(৮) তাকে জাহান্নাম হতে মুক্তি দেওয়া হয়।
(৯) জান্নাতে তাকে এমন লোককদের সাথে রাখবেন
যাদেরব্যপারে কুরআন শরীফে বলা হয়েছে-তোমাদের কোন
ভয় নেই, চিন্তাও নেই।