রাজধানীর রামপুরা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। তারা বলেন, আমাদের এই কর্মসূচির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী মারা গেছে সেটারও প্রতিবাদ জানাচ্ছি।
তারা নিরাপদ সড়কের দাবিতে লেখা বিভিন্ন ধরনের পোস্টার প্রদর্শন করেন। সড়কে শৃঙ্খলা ফেরানোসহ তাদের পোস্টারে বিভিন্ন দাবির কথা লেখা ছিল। কর্মসূচিতে শিক্ষার্থীরা রাজপথে কালো রঙ দিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ লিখেন।
প্ল্যাকার্ডে নিরাপদ সড়ক চাই, বিনাশর্তে সারা দেশে বাসে শিক্ষার্থীদের হাফ পাস দিতে হবে, সড়কের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, লড়াই করুন, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করুন, পড়তে এসে মৃত্যু কেন, সড়কে শৃঙ্খলা ফেরান’— এসব স্লোগান লেখা ছিল।
খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমাদের ১১ দফা দাবি এখনো পরিপূর্ণভাবে মানা হয়নি। যখনই সকল দাবি মেনে নেয়া হবে তখনই সড়কের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরও বলেন, আমাদের ১১ দফার দাবিতে চালকদের জন্য পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা, চালকবান্ধব সড়ক নিশ্চিত করা, সড়কের অবকাঠামো উন্নয়নসহ সব ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর আমাদের নিরাপদ সড়কের দাবি আরও জোরালোভাবে জানাচ্ছি। সড়কে আমরা কেউ নিরাপদ নই, তাই গুরুত্বসহকারে সড়কে শৃঙ্খলা ফেরানো খুবই জরুরি।
শিক্ষার্থীরা জানান, আগামী শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মধ্য বাড্ডা এলাকায় বিকেল ৪টায় আবারো কর্মসূচি পালন করা হবে। মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। কিছুতেই কমছে না মৃত্যুর মিছিল। চালকরা এখনো বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে। যার ফলে আমাদের এই কর্মসূচি এখনো চলমান রয়েছে। আজ আমরা আবারও আমাদের দাবিগুলো তুলে ধরছি ও মানুষকে সচেতন করার চেষ্টা করছি।