ভারতের পাটনা থেকে দিল্লির উদ্দেশে আকাশে উড়াল দেয় স্পাইসজেটের একটি বিমান। তখন বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানের ইঞ্জিনে পাখির আঘাতে লাগে। এতেই মাঝ আকাশে আগুন ধরে যায় বিমানে। এরপর পাইলটের তৎপরতায় পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এতে যাত্রীরা প্রাণে বেচে যান।
জানা যায়, টেক-অফের ঠিক পরেই বিমানটির ডানায় আগুন দেখা যায়। সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিমানের ডানায় পাখির আঘাতেই এই বিপত্তি ঘটে। পাটনার জেলা শাসক চন্দ্রশেখর সিংহ জানান, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা সুরক্ষিত আছেন।’
এদিকে, স্পাইসজেট-এর মুখপাত্র জানান, পাটনা-দিল্লির বিমান টেক-অফ করার পরই ককপিট ক্রুর সন্দেহ হয়, বাঁক নেওয়ার সময়ে কোনও ভাবে ১ নম্বর ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের ক্যাপ্টেন ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন এবং জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে পরীক্ষা করে দেখা যায়, আশঙ্কা সত্যিই। পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাখার তিনটি ব্লেড।