আজ রোববার (৮ জানুয়ারি) পাকিস্তানের বিশিষ্ট আলেমে দীন, জামিয়া এহতেশামিয়ার প্রতিষ্ঠাতা মাওলানা এহতেরামুল হক থানভি যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাওলানা এহতেরামুল হক থানভির ছেলে মাওলানা মুহতাশামুল হক। তিনি বলেন, তার বাবা যুক্তরাষ্ট্রের আটলান্টায় মারা গেছেন, দীর্ঘদির ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় মরহুমের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। মাওলানা এহতেরামুল হক থানভি ক্যান্সারের চিকিৎসার জন্য ছয় মাস ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
উল্লেখ্য, মাওলানা এহতেরামুল হক থানভি ছিলেন মাওলানা এহতেশামুল হক থানভির জ্যেষ্ঠ পুত্র।