করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরাহ। সৌদি আরবে করোনাসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পর গত ১৫ই আগস্ট থেকে বিদেশিরা ওমরাহ আদায় করার সুযোগ পান। শুরুতে সীমিতসংখ্যক মানুষকে এ সুযোগ দেওয়া হলেও এখন প্রতিদিন ৭০ হাজার মুসল্লি ওমরাহ করতে পারবেন।
আরব নিউজের খবরে বলা হয়, প্রতিদিন ৭০ হাজার মুসল্লি যেন ওমরাহ করতে পারেন সে ব্যবস্থা করেছে দেশটি।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মুসল্লিদের স্বাস্থ্য সচেতনতা ও করোনাবিধির প্রতি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ সেক্রেটারি আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছিলেন, ওমরাহ আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং এক লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে।