ইউরোপের দক্ষিণ-পূর্বে অবস্থিত গ্রিসের রাজধানী এথেন্সে পাঁচ লাখের বেশি মুসলিম বসবাস করেন। সেখানকার স্থানীয় মুসলিমদের কবরস্থানের অভাবে মুসলিম মরদেহ দাফনে চরম দুর্ভোগ পোহাতে হয়।
তবে অনেক বাধা বিপত্তির পর প্রথম কবরস্থান পাচ্ছেন এথেন্সের মুসলিমরা। কবরস্থানটি নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম টানিয়া সূত্রে জানা যায়, ২০২৩ সালের গ্রীষ্মে কবরস্থানটি পুরোপুরি প্রস্তুত হতে পারে। এথেন্সের মুসলিমরা ৩০ একর আয়তনের এ কবরস্থানে নিজেদের মরদেহ দাফন করতে পারবেন। সাত বছর আগে এ সংক্রান্ত কাজ শুরু হয়েছিল।
গ্রিসের অ্যাটিকা শহর কর্তৃপক্ষ এর নির্মাণ ব্যয় বহন করবে। বর্তমানে শহরটির মুসলিমদের মরদেহ দাফন নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। দাফনের জন্য ওয়েস্টার্ন থ্রেসসহ বিভিন্ন শহরে কিংবা মৃতের অন্য দেশে নিয়ে যেতে হয়।