১। সূরা ফাতিহাঃ
পবিত্র কুরআনের সর্বাধিক ফজীলতপূর্ণ সুরা এটি। এটি এমন একটি সূরা যার মতো কোন সুরা তাওরাত, জাবুর, ইঞ্জিলে অবতির্ণ হয়নি। (তিরমিযি শরিফ-২৮৭৫)
২। সুরা বাকারাঃ
রাসূল সা. বলেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে রাখবে না। শয়তান সে ঘরা থেকে পালায় যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত হয়। (মুসলিম শরীফ-৭৮০)
প্রত্যেক বস্তুর একটি শীর্ষস্থান থাকে। আর কুরনের শীর্ষ স্থান হলো সুরা বাকারা। এতে এমন একটি আয়াত আছে যা সমস্ত আয়াতের মাঝে শ্রেষ্ঠতর। সেটি হলো আয়াতুল কুরসী। (তিরমিযি শরিফ-২৮৭৮)
৩। সুরা বাকারার শেষ দুই আয়াত এর ফজিলত।
যে ব্যক্তি সুরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়বে এটা তার
জন্য যথেষ্ট হয়ে যাবে। ( বোখরি শরিফ-৪০০৮)
আল্লাহতায়ালা আসমান ও যমীন সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন,যার মধ্যে থেকে দুইটি আয়াত নাযিল করে তা দ্বারা সুরা বাকারা শেষ করেছেন। এমন হতে পারে না যে কোন ঘরে দিনে রাতে তা পাড়া হবে আর শয়তান তার কাছে আসবে।
(তিরমিযি শরিফ-২৮৮২)
সূত্রঃ সুন্নাতী যিন্দিগী