● শুক্রবার, এপ্রিল 26, 2024 | 01:39 পূর্বাহ্ন

ফজিলত পূর্ণ সূরা সমূহ

ফজিলত পূর্ণ সুরাসমূহ

১। সূরা ফাতিহাঃ
পবিত্র কুরআনের সর্বাধিক ফজীলতপূর্ণ সুরা এটি। এটি এমন একটি সূরা যার মতো কোন সুরা তাওরাত, জাবুর, ইঞ্জিলে অবতির্ণ হয়নি। (তিরমিযি শরিফ-২৮৭৫)

  • এ সূরার নামা ‘সাবয়ে মাছানী’। এর আরেক নাম সুরাতুশ শিফা।
    এর মাঝে রয়েছে সকল রোগের ঔষধ। (শুয়াবুল ঈমান-২৩৭০)
  • এ সূরা তিনবার পড়লে ২ খতম কুরআনের সাওয়াব পাওয়া যায়।
  • ফজরের ফরজ ও সুন্নত নামাজের মাঝে ৪১বার সুরা ফাতিহা পাঠ
    করলে যে কোন ব্যথা বেদনা ও জটিল রোগ ভাল হয়ে যায়।
  • শেষ রাতে ৪১ বার পাঠ করলে বিনা কষ্টে রোজী পাওয়াযায়।
    সূত্রঃ কানজুল উম্মাল-২৪৯৫, আমলে কুরআনী-৮৭-৮৮।

২। সুরা বাকারাঃ
রাসূল সা. বলেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে রাখবে না। শয়তান সে ঘরা থেকে পালায় যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত হয়। (মুসলিম শরীফ-৭৮০)

প্রত্যেক বস্তুর একটি শীর্ষস্থান থাকে। আর কুরনের শীর্ষ স্থান হলো সুরা বাকারা। এতে এমন একটি আয়াত আছে যা সমস্ত আয়াতের মাঝে শ্রেষ্ঠতর। সেটি হলো আয়াতুল কুরসী। (তিরমিযি শরিফ-২৮৭৮)

৩। সুরা বাকারার শেষ দুই আয়াত এর ফজিলত।
যে ব্যক্তি সুরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়বে এটা তার
জন্য যথেষ্ট হয়ে যাবে। ( বোখরি শরিফ-৪০০৮)

আল্লাহতায়ালা আসমান ও যমীন সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন,যার মধ্যে থেকে দুইটি আয়াত নাযিল করে তা দ্বারা সুরা বাকারা শেষ করেছেন। এমন হতে পারে না যে কোন ঘরে দিনে রাতে তা পাড়া হবে আর শয়তান তার কাছে আসবে।
(তিরমিযি শরিফ-২৮৮২)

     সূত্রঃ সুন্নাতী যিন্দিগী

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...