আজ সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন শান্তির জন্য ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান এবং শুধু সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করা নিরাপত্তা নিশ্চিত করবে না।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করা সমাধানের সবচেয়ে নির্ভরযোগ্য পথ। আমরা তাদের সঙ্গে একমত হতে পারি না যারা বলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করা যায়।
ফিলিস্তিনের সমস্যা সমাধানে আর বিলম্বিত করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
আরব লীগের প্রধান আহমেদ আবুল গীত বলেছেন, তিনি সব দিক থেকে সহিংসতার নিন্দা করেন। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক সম্ভাবনা তৈরি ও ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের একটি ন্যায্য সমাধান দাবি করছি।