গতকাল বুধবার মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট সকাল পৌনে ১০টার দিকে রো রো ফেরি আমানত শাহ তীরে ভিড়ার সময় যানবাহন ফেরি থেকে নামার আগেই উল্টে যায়। ডুবে যাওয়ার আগে মাঝনদীতে থাকা অবস্থায় ওই ফেরিটির তলা ফেটে যায় বলে জানা গেছে। ফেরিটি ডুবে যাওয়ার পর উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস।
শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুজিবুল হক বলেন, দুর্ঘটনা ঘটনার পরপরই ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে যায়, ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসে। ঘটনাস্থানে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তিনি আরো বলেন, ঘটনা ঘটার আগে মাঝনদীতে ফেরিটির তলা ফেটে যায়। পরে দায়িত্বরতরা দ্রুত ফেরি চালিয়ে তীরের কাছে নিয়ে আসেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামতে পারেন। বাকি যানবাহগুলো নামার আগেই ফেরিটি উল্টে যায়।
ফেরিটিতে মোট ১৭টি যানবাহন ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা হয়নি। উদ্ধারকাজ চলছে। স্থানীয়দের মোবাইলে ফেরি ডুবে যাওয়ার পুরো দৃশ্যটি ধারণ করা হয়েছে।