চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের হরিণাঘাট এলাকায় একটি মালবাহী ট্রাক ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকচালক ও তাঁর সহকারী অক্ষত আছেন। এ ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নম্বর জেটিতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম থেকে আসা লোহার পাইপবোঝাই একটি ট্রাক গতকাল রাতে হরিণা ফেরিঘাটের কামিনী নামে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়। ফেরিতে পণ্যবাহী আরও কয়েকটি ট্রাক থাকলেও সেগুলোর কোনো সমস্যা হয়নি।
ট্রাক চালক জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি চট্টগ্রাম বন্দর থেকে বড় আকৃতির নয়টি পাইপ নিয়ে খুলনায় যাচ্ছিলেন। ফেরি ছাড়ার পর তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
খবর পেয়ে ফেরির ব্যবস্থাপক মো. তুষার ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘আমরা আজ সকাল থেকে স্থানীয় ডুবুরি দিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাক ও মালামালের সন্ধান করি। উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ঘটনাটি কেন ঘটেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ফেরিঘাট বন্ধ থাকলেও অন্য ঘাট দিয়ে ফেরি চলাচল করছে।