বাংলাদেশে আসছেন দারুল উলুম দেওবন্দের উলুমুল হাদিস (উচ্চতর হাদিস গবেষণা) বিভাগের প্রধান, মুফতী আব্দুল্লাহ মারুফী।
জানা গেছে, পাঁচ দিনের ইলমী সফরে আগামী (৪ মার্চ) শুক্রবার তিনি বাংলাদেশে আসছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।
দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ইলমী ও ইসলামী সম্মেলনে অংশ শেষে আগামী ৮ মার্চ মুফতী আব্দুল্লাহ মারুফী বাংলাদেশ ত্যাগ করবেন।