রাজধানীর মধ্য বাড্ডায় মালবাহী লরির ধাক্কায় ওমর ফারুক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডা হাকিম টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই মালবাহী লরিসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত ওমর ফারুক গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বাড্ডা থানার এসআই মো. আবু হান্নান জানান, তিনি কর্মস্থল থেকে কাজ শেষ করে বাইসাইকেল করে তার মুগদা মান্ডা এলাকার বাসায় ফিরছিলেন। এ সময় হাকিম টাওয়ারের সামনে লরির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আবু হান্নান।