আজ ১ জুলাই (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫টার দিকে মধ্য বাড্ডায় এক বাস চালককে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়।
নিহত বাসচালকের নাম স্বপন (৪৮)। তার গ্রামের বাড়ি কুমিল্লা মেঘনা উপজেলার হরিপুর গ্রামে। গ্রামের বাড়িতে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ বসবাস করে। ঢাকায় তিনি মধ্য বাড্ডা বেপারীপাড়া আলাউদ্দিন বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন।
বাড্ডা থানার এসআই মো: হাসমত আলী বলেন, খবর পেয়ে মধ্য বাড্ডা ইউলুপের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয় এবং তার শরীরে পেটানোর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তিনি বলছেন, একটি মোবাইল নিয়ে স্বপন ও কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা স্বপনকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে।
নিহত স্বপনের ভাগিনা পারভেজ হাওলাদার বলেন, ভিক্টর পরিবহনের বাস চালক সে। সকালে খবর পেয়ে ইউলুপের নিচে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখি। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। তার সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল কিনা সেটাও বলতে পারছি না।
অন্যদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ভোরে স্বপনের সাথে ঘাতকদের একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। পরে ৩ জন মিলে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। মৃতদেহ উদ্ধার করার সময়, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং বাকিদেরও আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, স্বপন আগে গাড়ি চালাতেন। বর্তমানে এক্সিডেন্টের কারণে পা ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন কিছুই করতেন না।