একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক মহিলা চোর। ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা ৭ টার দিকে মধ্য বাড্ডা আদর্শ নগর এলাকায়।
মধ্য বাড্ডা আদর্শ নগর এলাকার ৩ নম্বর রোডে মোঃ মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া দোকানদার ঈসমাইল হোসেনের ঘরে চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করে এক মহিলা চোর। সেসময় ঈসমাইল হোসেনের স্ত্রী বাড়ির ছাদে যায়। তার পাশের রুমের এক মহিলা কার কাছে এসেছেন জানতে চাইলে বলেন তাকে দোকানদার পাঠিয়েছেন। ওই মহিলা তার রুমে চলে যায়। আর এই সুযোগে ঘর ফাঁকা থাকায় ঘরের ভিতর ঢুকে একটি ব্যাংক আর একটি ড্রয়ার ভেঙ্গে টাকা বের করে। ঠিক সেসময় ঈসমাইল হোসেনের স্ত্রী চলে আসে। এসে বুঝতে পারে তার ঘরে কেউ একজন আছে। ঘরে ঢুকে ওই মহিলা চোরকে দেখতে পায়।
চোরকে দেখে তিনি চিৎকার দেয়। চিৎকার শুনে ছুটে আসে তার স্বামী ঈসমাইল হোসেন এবং আশেপাশের লোকজন। মহিলা চোরকে যখন জিজ্ঞাসা করা হয় তখন জানা যায় তার স্বামীও এই কাজে জরিত ছিল। কিন্তু এলাকাবাসী তার স্বামীকে ধরতে পারেনি। মহিলা যখন ধরা পরে বুঝতে পেরে তার স্বামী সেখান থেকে পালিয়ে যায়। তাকে একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চোরকে নিয়ে যায়।