রাজধানীর বাড্ডায় নিউজ টুয়েন্টিফোর বিডি ডট নেটের সাংবাদিক সৌরভ মাহমুদ আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (২২ জানুয়ারি) বিকালে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাংবাদিক সৌরভ মাহমুদের সাবেক সহকর্মী সৈকত আমিন জানান, কয়েকমাস আগে তারা একসঙ্গে একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন। সৌরভ এখনো সেখানে কর্মরত থাকলেও সৈকত আর সেখানে কাজ করেন না।
সৈকত বলেন, ‘বাড্ডা লিংক রোডের একটি বাসায় সৌরভ সাবলেট থাকেন। আজ বিকেলে আমি তার রুমমেটের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি, সে সিলিং ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।’ সেখান থেকে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কালিঝুলি গ্রামে। বাবার নাম মোহাম্মদ শাহজাহান মাহমুদ। বর্তমানে বাড্ডা লিংক রোড ৬৬৩ নম্বর বাসার ছয় তলায় ভাড়া থাকতেন।