রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় আজমির শেখ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে মধ্য বাড্ডার হোসেন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আজমির শেখ পেশায় একজন কাঠমিস্ত্রি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আজমিরের ফুফা খোকন জোয়ারদার জানান, আজমির কয়েক দিন আগে গ্রামের বাড়ি পাবনা সদরের বউডাঙ্গা গ্রামে গিয়েছিলেন। আজই গ্রাম থেকে ঢাকায় আসেন। ভোরে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আজমির আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শেখ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।