● মঙ্গলবার, সেপ্টেম্বর 10, 2024 | 10:25 পূর্বাহ্ন

monkeys

বানর কি সত্যিই পূর্বে মানুষ ছিল

প্রশ্নঃ মানুষের মুখে শুনেছি, বানর নাকি পূর্বে মানুষ ছিল; কথাটি কি সঠিক?

উত্তরঃ মানুষ ও বানর আল্লাহ্ তা’আলার ভিন্ন দুটি সৃষ্টি। বানর মানুষ ছিল না। এ দুটি সম্পূর্ণ পৃথক দুটি প্রজাতি। আল্লাহ্ তায়ালা পাপিষ্ট কিছু মানুষকে আযাব স্বরূপ বানর ও শুকরের আকৃতিতে পরিণত করেছিলেন। রূপান্তরিত বানর পৃথিবীতে বংশ বিস্তার করেনি। সুতরাং বর্তমান বানর স্বতন্ত্র একটি প্রজাতি। বিকৃত ও রূপান্তরিত কোনো প্রজাতি নয়।

বিজ্ঞাপন




এ মর্মে সহীহ্ মুসলিমের একটি হাদীস বর্ণনা করা যেতে পারে। হযরত ইবিনে মাসউদ (রা.) হতে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূলে কারীম (স.) এর কাছে এসে জিজ্ঞাসা করলো, “হে আল্লাহর রাসূল! আমাদের যূগের বানর ও শুকরগুলো কি সেই রূপান্তরিত (ইহুদী) সম্প্রদায়?” তিনি উত্তরে বললেন, “আল্লাহ্ তায়ালা যখন কোনো সম্প্রদায়ের আকৃতি রূপান্তরিত করেন তখন তাদের বংশবিস্তার হয়না। অর্থাৎ তারা রূপান্তরিত অবস্থায় ধ্বংস হয়ে যায়।” তিনি আরো ইরশাদ করেন- বানর ও শুকর তো পৃথিবীতে পূর্বেও ছিলো।

এই সম্পর্কিত আরও

কুরআন শরিফ হাতে নিয়ে কসম খাওয়ার বিধান কী
বিস্তারিত...
office-course
বিস্তারিত...
কাবার চাবি
বিস্তারিত...
হজ-2025
বিস্তারিত...
খিলাফত
বিস্তারিত...
আবুল কালাম
বিস্তারিত...