রাজধানীর প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া (২৩) নিহত হয়েছেন। নাদিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আজ রোববার (২২ জানুয়ারি) দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সুষ্ঠু বিচারের দাবিতে বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর কাওলা এলাকার ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী অবরোধ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক গণমাধ্যমকে বলেন, নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস ভিক্টর পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাদিয়া। তবে মোটরসাইকেল চালক তার বন্ধু অক্ষত আছেন। ঘাতক বাস জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।