কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে ওয়েবসাইট বলে। এটি ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। বর্তমানে সারা বিশ্বে ওয়েবসাইটের সংখ্যা ১ দশমিক ১৮ বিলিয়ন। তার অনেকগুলোই সারা দিনে নানা প্রয়োজনে ব্যবহার হয়। কিন্তু কখনো কি ভিজিট করেছেন বিশ্বের প্রাচীনতম ওয়েবসাইটটিতে?
ওয়েব দুনিয়ার প্রাথমিক কিছু বৈশিষ্ট্য আর কীভাবে সার্ভার তৈরি করতে বিশ্বের প্রাচীনতম ওয়েবসাইটটিতে বর্ণনা করা হয়েছিল তার নির্দেশিকা।
টিম বার্নার্স-লি ও তার কোম্পানি নেক্সট কম্পিউটারের উদ্যোগে ৬ আগস্ট, ১৯৯১ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রজেক্টের অংশ হিসেবে ফ্রান্সের একটি অংশে চালু হয় বিশ্বের প্রথম ওয়েবসাইট।
ওয়েবসাইটটি এখনো চালু রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এখনো সাইটটিকে রেখে দেওয়া হয়েছে একেবারে তার প্রথম চেহারায়।
বিশ্বের এই প্রথম সেই সাইট তৈরি না হলে, এই প্রতিবেদনটিও নিজের মোবাইল, ট্যাব বা কম্পিউটারে পড়ার সুযোগ পাওয়া যেত না। সাইটটির অ্যাড্রেস হলো (http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html)
আজও ওয়েবসাইটটির চেহারার মতোই ওয়েব অ্যাড্রেসটিও অপরিবর্তিত রয়ে গেছে।