পৃথিবীর নানা প্রান্তে নানান মানুষ ভ্রমণ করেন। তাদের কাছে যদি জানতে চাওয়া হয় কোনটি বেশী ভালো লাগে সমুদ্র না কি পাহাড়, বেশিরভাগ মানুষই বলবেন সমুদ্র। আর এতে অবাক হওয়ারও কিছু নেই। কারণ কার না সমুদ্র ভালো লাগে! বিশ্বে অনেক সমুদ্র সৈকত আছে। কিন্তু এর মাঝে বেশ কয়েকটি সমুদ্র সৈকত দৈর্ঘ্য আর সৌন্দর্যের দিক দিয়ে তালিকার শীর্ষে রয়েছে। বিশ্বের সবচেয়ে সেরা সমুদ্র সৈকত হলো পর্তুগালের ‘প্রাইয়া দে-ফারো বিচ।’ আটলান্টিক মহাসাগর পাড়ের অপরূপ সৌন্দর্যের দেশ পর্তুগালের এই সমুদ্র সৈকতই হলো পৃথিবীর সবচেয়ে সেরা সমুদ্র সৈকত। ২০২০ সালে এই সৈকত ‘ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যাওয়ার্ড’র সেরা হিসেবে বিবেচিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য, সময় কাটানো, মন ভালো করার জন্য যত উপাদান প্রয়োজন, তার সবই এই সৈকতে বিদ্যমান। প্রতি বছর সবচেয়ে বেশী পর্যটক ভ্রমণের জন্য এই সমুদ্র সৈকত বেছে নেন।