টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন অর্ধ শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। কেবল মেয়ে পক্ষের একজন অভিভাবক আর ছেলের উপস্থিতেই এ বিয়েগুলো সম্পন্ন হয়।
আজ শনিবার (১৪ জানুয়ারি) দেনমোহর সর্বোচ্চ ১০ লক্ষ ও সর্বনিম্ন ২০ হাজার টাকা নগদ পরিশোধের মধ্য দিয়ে বর ও কনের নাম ঘোষণা করে এসব বিয়ে সম্পন্ন হয়।
জানা যায়, শনিবার ভোর থেকেই থেকেই অভিভাবকরা পাত্র-পাত্রীদের নাম তালিকাভুক্ত করাতে শুরু করেন। পরে বাদ আসর মূল বয়ান মঞ্চে ভারতের মাওলানা জুহাইরুল হাসান বিয়ে পড়ান। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
সব বিয়ে সম্পন্ন হওয়ার পর নব দম্পতিদের জন্য মোনাজাত করা হয়। এ সময় মূল বয়ান মঞ্চের আশপাশের মুসল্লিদের খেজুর বিতরণ করা হয়।
এদিকে, দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির পদচারণায় মুখর বিশ্ব ইজতেমা ময়দান। সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হেদায়েতি বয়ান আর জিকির আসকারে মশগুল অংশগ্রহণকারীরা।
আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাদ ফজর বয়ান করবেন, হিদায়াতি বয়ান, সাড়ে সাতটায় মাওলানা আবদুর রহমান, বাংলা অনুবাদ, মাওলানা আব্দুল মতিন। বিশেষ নসিহত, মাওলানা ইব্রাহিম দেওলা, বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমদ। দোয়া পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমদ।