ট্রেন আস্তে-আস্তে চলতে শুরু করলে একজন গ্রাম্য লোক তাতে লাফিয়ে উঠে পড়লো। উঠে দেখল কামরাটা প্রথম শ্রেণীর। সাহেবি পোশাক পরা এক ভদ্র লোক কামরার একমাত্র যাত্রী। গ্রাম্য লোকটি বললো-পরের স্টেশনেরই আমি নেমে যাব, স্যার।
সাহেব: এতো কুণ্ঠিত হচ্ছো কেন তুমি। এসো গল্প করা যাক।
গ্রাম্য লোক: আমি কিই-বা জানি আর কিই-বা বুঝি। জানি শুধু কয়েকটা ধাঁধা।
সাহেব: তাহলে এসো একটা বাজি ধরা যাক। তুমি একটা ধাঁধা বলবে আমি উত্তর দেব। তারপর আমি একটা ধাঁধা বলবো, তুমি উত্তর দেবে। তুমি অশিক্ষিত, তাই তুমি জবাব দিতে না পারলে আমাকে পাঁচ টাকা দেবে। আর আমি না পারলে দশ টাকা দেব।
গ্রাম্য লোক: ঠিক আছে স্যার, একদান খেলে দেখা যাক। বলুন তো স্যার, কোন প্রাণীর তিনটি পা আছে এবং আকাশে উড়তে পারে?
সাহেব: (সাহেব লোকটাকে দশ টাকা দিয়ে বললেন) পারছি না। তুমি বলো তো কোন প্রাণী।
গ্রাম্য লোকট: (লোকটা সাহেবের দেওয়া দশ টাকা থেকে পাঁচ টাকা ফিরিয়ে দিয়ে বললো) আমিও পারি না, স্যার।