ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। এ সময় বাল্য বিবাহের আয়োজন করায় ওই ছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার এক যুবকের সঙ্গে ঘাটুরা গ্রামের ওই ছাত্রীর শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়াকে জানালে তিনি পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় ছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মহামারী করোনায় হাজারো ছাত্রীর জীবন ঝড়ে পড়ে। গবেষণায় দেখা যায় যে, ছাত্রদের থেকে ছাত্রীরা বেশি পড়াশোনা থেকে বঞ্চিত হন। তাই আমাদের সকলের উচিত বাল্যবিবাহ নিরোধ করার জন্য পদক্ষেপ নেওয়া। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও এগিয়ে আসতে পারে। ফলে হাজারো শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পাবে।