1. faysalislam405@gmail.com : ফয়সাল ইসলাম : ফয়সাল ইসলাম
  2. tajul.islam.jalaly@gmail.com : তাজুল ইসলাম জালালি : তাজুল ইসলাম জালালি
  3. marufshakhawat549@gmail.com : মারুফ হোসেন : মারুফ হোসেন
  4. saddam.samad.24@gmail.com : সাদ্দাম হোসাইন : সাদ্দাম হোসাইন
  5. : :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন

ভারতের ঘটনা ভারতে থাকুক এসআইএর বক্তব্যে বিক্ষুব্ধ মুসল্লিরা

সাদ্দাম হোসাইন
  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে
ভারতের ঘটনা ভারতে থাকুক বক্তব্যে বিক্ষুব্ধ মুসল্লিরা

গতকাল শুক্রবার (১০ জুন) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্প এলাকায় আদমজী শাহী জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন পুলিশের এক এসআইকে মারধর করা হয়েছে। মারধরের শিকার ওই এসআইয়ের নাম সৈয়দ আজিজুল হক। তিনি সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত রয়েছেন। 

উপস্থিত মুসল্লিরা জানায়, শুক্রবার জুমার নামাজ চলাকালীন ইমাম সাহেব বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে ভারতের প্রসঙ্গ এলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বলেন-ভারতের ঘটনা ভারতে থাকুক, আমরা এ নিয়ে বিশৃঙ্খলা না করি। তার এ বক্তব্যের জের ধরে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ মুসল্লিরা। প্রথমে কথা-কাটাকাটি হয়, পরে ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়।

এ সময় উপস্থিত সাংবাদিক ও মসজিদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিনসহ দুজন আহত হয়। উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হককে উদ্ধার করে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের বাড়িতে নেওয়া হলে সেখানেও হামলা করে উত্তেজিত জনতা। 

সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মশিউর রহমান ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথম নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভারতে মহানবী (সা:)-কে কটূক্তির প্রতিবাদে মুসল্লিরা জুমার নামাজ শেষে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে মসজিদে ইমাম বক্তব্য রাখছিলেন। বক্তব্যের এক পর্যায়ে ভারতের প্রসঙ্গ এলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বলেন, ‘ভারতের বিষয় ভারতে থাকুক, এ নিয়ে বিশৃঙ্খলা আমরা না করি’। তার এ কথায় ক্ষুব্ধ হন মুসল্লিরা। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলা করেন মুসল্লিরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমজী জামে মসজিদের সভাপতি জয়নাল আবেদীন জানান, জুমার নামাজের পর উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক মাইকে বলেন-ভারতের ইস্যু ভারতেই থাকুক, আমাদের এখানে না আনি। এর জের ধরে আমরা নিজের দেশে কোনো বিশৃঙ্খলা না করি। এ কথা শুনে মুসল্লিরা তার ওপর হামলা করেন। 

নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, ‘আমাকে এলাকার লোকজন বিষয়টি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। ওসির সহযোগিতায় আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ 

ভারতের ঘটনা ভারতে থাকুক বক্তব্যে বিক্ষুব্ধ মুসল্লিরা

বিজ্ঞাপন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও
Share via
Copy link
© ২০২৩- সর্বস্বত্ব সংরক্ষিত । হক কথা ২৪.নেট
Theme Designed BY Kh Raad ( Frilix Group )
Share via
Copy link