প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আবারও এক নতুন সতর্ক বার্তা দিয়েছে। সংস্থাটি বলছে, আগামী কয়েক মাসের মধ্যে ‘ডেল্টাই’ হবে করোনার প্রাধান্যশীল ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেল্টা হচ্ছে করোনার অতি সংক্রামক একটি ধরন। এখন পর্যন্ত এই ধরন শনাক্ত হয়েছে বিশ্বের প্রায় ১০০টি দেশে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ জুন মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনার ডেল্টা ধরন শনাক্ত হওয়ার কথা বিশ্বের ৯৬টি দেশ জানিয়েছে। এর মধ্যে কিছু দেশে করোনার ডেল্টা ধরন থেকে সংক্রমণ বৃদ্ধি ও সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার বাড়তে দেখা যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির মতে, ডেল্টার সংক্রমণ বাড়তে থাকায় করোনার অন্য সব ধরনকে এই ধরনটি দ্রুত ছাপিয়ে যেতে পারে। আর এভাবেই আগামী মাস কয়েকের মধ্যে করোনার প্রধান ধরন হয়ে উঠতে পারে ডেল্টা। তাই এই ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাধ্যতামূলকভাবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছে।