ভারি বৃষ্টি ও ভারতের মেঘালয়-আসাম থেকে নেমে আসা উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সুনামগঞ্জবাসী। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ভারী বর্ষণ ও উজানের ঢলে সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভপুর হাজার হাজার বসত ঘরে বানের পানি ডুকে পড়েছে।
ভয়াবহ এই দুযোর্গ থেকে রক্ষা পেতে সুনামগঞ্জ সদর উপজেলার কওমি মাদরাসাগুলোতে দোয়ার আবেদন জানিয়েছেন এক মা। তিনি তার ছেলেকে বলেছেন, ‘বাবা! এই বিপদ থেকে রক্ষা পেতে কওমি মাদরাসাগুলোতে দোয়া করতে বলো। আল্লাহ তায়ালা হয়তো আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন।’
কওমি মাদরাসাগুলোতে দোয়া চাওয়া এই মায়ের সন্তান মাওলানা শাহরিয়ার হাসান জানিয়েছেন, সবার কাছে আবেদন থাকবে তারা যেন নিজ নিজ জায়গাগুলো থেকে দোয়া করেন এবং আপনারা সম্মিলিত দোয়ার ব্যবস্থা করুন।’