প্রশ্নঃ যে সকল ছোট বাচ্চা মসজিদে আসার পর কান্নাকাটি করে, দুষ্টুমি করে, কখনো পেশাবও করে দেয়; তাদেরকে মসজিদে নিয়ে আসার হুকুম কী ?
উত্তরঃ ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার অনুমতি নেই। কেননা এর দ্বারা মসজিদের আদব ইহতেরাম নষ্ট হয় এবং যে নিয়ে এসেছে তার মন নামাজে স্থির থাকে না। খুশু-খুজু থাকে না। বরং বাচ্চার দিকেই মন থাকে। রাসূল (সাঃ) বলেছেন, তোমরা মসজিদকে বাচ্চা ও পাগলদের থেকে রক্ষা কর।[ ইবনে মাজাহ : হাদিস নং ৭৫০]
বাচ্চার দ্বারা মসজিদ নাপাক হওয়ার আশংকা হলে এমন বাচ্চা নিয়ে আসা হারাম; অন্যথায় মাকরুহ। তবে যদি বাচ্চা বুঝমান হয়, মসজিদের আদব-ইহতেরাম রক্ষা করে নামাজ পড়ে, এমন বাচ্চা নিয়ে এলে কোনো অসুবিধা নেই।
সূত্র: ইবনে মাজাহ শরিফ: ৭৫০, রদ্দুল মুহতার: ১/৬৫৬, ফাতাওয়া রহিমিয়া: ৯/১২০, আল-বাহরুর রায়েক: ২/৩৪, হাশিয়াতুত-তাহতাবি আলাদ্দুর: ১/২৭৭, আপকে মাসাইল আওর উনকা হল: ৩/২৭৬, মাসাইলে মাসাজিদ: ১৬৯।