খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা নুরুল ইসলাম জিহাদী ইনতিকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার বেলা ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাবে স্ট্রোক করেন মাওলানা নুরুল ইসলাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফসাপোর্টে থাকেন। অবশেষে আজ সোমবার ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মাওলানা নুরুল ইসলাম জিহাদির মৃত্যুতে দেশের বরেণ্য ওলামায়ে কিরামগণ শোক প্রকাশ করেন। সোমবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় শোক জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মাওলানা নুরুল হক বট্টগ্রামী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল হক কাওছারী ও সহকারী মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস প্রমুখ।
নেতৃবৃন্দের শোক বার্তায় বলেন, মাওলানা জিহাদি রহ. জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। খুব বিচক্ষণতা ও দক্ষতার সাথে আলেম-উলামাদের স্বার্থ রক্ষায় কাজ করে গেছেন। তাঁর ইন্তেকালে জাতি একজন কর্মবীরকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
উল্লেখ্য আজ বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।জানা গেছে । তাছাড়া জানাজা শেষে হেফাজত মহাসচিবের দাফন দারুল উলুম হাটহাজারী মাদরাসার কবরস্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। মাওলানা নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে হক কথা পরিবার গভীরভাবে শোকাহত। আমরা হযরতের জন্নাতী উচাঁ মাকাম কামনা করছি।