এক মিনিটের ব্যবধানে ৩ স্ত্রীকে তালাক দিয়েছে ৩ ভাই। ওই তিন স্ত্রী তাদের অসুস্থ শাশুড়ির যত্ন নিতো না। এ কারণেই ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের স্বামীরা। ঘটনাটি ঘটেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়।
স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই ৩ ভাই বাইরের কাজ সেরে ঘরে ফিরে আসেন। এসেই দেখতে পান যে, তাদের বৃদ্ধা অসুস্থ মাকে বাড়ির উঠোনে প্রতিবেশীরা গোসল করাচ্ছেন । কিন্তু তাদের স্ত্রীরা আশেপাশে নেই। এই ঘটনায় তিন ভাই প্রচণ্ড ক্ষুব্ধ হন। উঠোনে দাঁড়িয়েই এক মিনিটের মধ্যে নিজেদের স্ত্রীদের তালাক দেন তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে। এতদিন মায়ের দেখাশোনা করতেন মেয়ে। কিন্তু সম্প্রতি তার স্বামীর শরীরে ক্যান্সার ধরা পড়েছে। তাই তাকে এখন স্বামীকে সময় দিতে হচ্ছে। এমন অবস্থায় মায়ের সেবা করার জন্য আসতে পারছেন না তিনি।