চলছে মাঘ মাসের শীত। তীব্র শীতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সূর্যের আলো মেলেনি কোথাও। দিন দুপুরে সন্ধ্যার আবহ বিরাজ করছে ঢাকার পরিবেশ। সেই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। গতকাল রাতেও ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার দুপুর না গড়াতেই ঘন অন্ধকার নিয়ে বাতাস বইছে।
গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতেও ঢাকায় বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর না গড়াতেই কালবৈশাখির ঝোড়ো হাওয়ার সঙ্গে আঁধার ঘনিয়ে নেমে আসে বৃষ্টি। সারা দিন এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছে। ঢাকার বাড্ডা এলাকায় আব্দুল আজিজ নামে এক রিকশাচালক জানান, সকালে পরিবেশ স্বাভাবিক ছিল। হঠাৎ করেই ঝড়োবাতাস এবং বৃষ্টি পড়া শুরু হয়। ফলে শহরে মানুষের আনাগোনা কমেছে। আয়-রোজগারও কমে গেছে।
আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। সাথে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কমতে পারে দুই-তিন ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহসপতিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।