● মঙ্গলবার, সেপ্টেম্বর 10, 2024 | 09:44 পূর্বাহ্ন

মুসলিম-উম্মাহর শান্তি কামনায় সমাপ্ত বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব

আখেরী মোনাজাতে সমাপ্ত বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব

তাবলিগের মুরব্বি মাওলানা কারী জুবায়ের আহমাদ এর মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার সকাল ১০টায় শুরু হওয়া মোনাজাতে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। প্রায় পঁচিশ মিনিট ব্যাপী চলা মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা সহ মহান আল্লাহর কাছে আশ্রয় আর ক্ষমাপ্রার্থনা করে মুসল্লিরা।

দু’হাত তুলে সর্বশক্তিমানের কাছে ক্ষমাপ্রার্থনা তথা রবের কাছে বান্দার ফরিয়াদ। অশ্রুজলে বুক ভাসিয়ে মুসল্লিদের মনের সব আকুতি সাথে লাখো মানুষের আমিন আমিন ধ্বনি অনুরণিত হচ্ছিল তুরাগ তীরের আকাশে-বাতাসে।

গত ১৩ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে মহান আল্লাহকে রাজি-খুশি ও সন্তুষ্টির লাভের আশায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন টঙ্গীর তুরাগ তীরে। লাখ লাখ মুসল্লির আগমনে ইজতেমার ময়দান পূর্ণ। ফলে ময়দানে জায়গা না পেয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে সড়ক, মহাসড়ক, খালি জায়গা, বাড়ির ছাদ, গাড়ির ছাদ, নৌকা, ফ্লাইওভার, ফুট ওভার, ফুটপাতে অবস্থান নিয়েছেন এসব মুসল্লিরা। নারী কিংবা পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ-শেষ মুহূর্তে যে যেখানে ছিলেন, সেখান থেকেই দু’হাত তোলেন রবের দরবারে।

প্রথম পর্বে অংশগ্রহণ করেন মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে প্রথম পর্বের অংশগ্রহণ করা মুসল্লিরা যার যার গন্তব্যে ফিরে যাবেন।

একইভাবে, আগামী ২০ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর ফের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং একইভাবে আগামী ২২ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৩ সালের) বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাত আয়োজিত মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশ হচ্ছে এই বিশ্ব ইজতেমা।

এই সম্পর্কিত আরও

কুরআন শরিফ হাতে নিয়ে কসম খাওয়ার বিধান কী
বিস্তারিত...
office-course
বিস্তারিত...
কাবার চাবি
বিস্তারিত...
হজ-2025
বিস্তারিত...
খিলাফত
বিস্তারিত...
আবুল কালাম
বিস্তারিত...