পুরো অক্টোবর মাসজুড়ে কানাডায় ‘ইসলামিক হেরিটেইজ মানথ’ (ইসলামী ঐতিহ্য মাস) উদযাপিত হচ্ছে। এর অংশ হিসেবে দেশটির অন্টারিও প্রদেশের ইসলামী সংস্কৃতি ও মুসলিম শিক্ষার্থীদের সম্মানে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে সেখানকার উইলফ্লিড লরিয়ার বিশ্ববিদ্যালয়। সেই সাথে তৈরী করা হয়েছে একটি ‘ইনক্লুসিভ ক্যাম্পাস’।
বিশ্ববিদ্যালয়টির অনুষদ প্রধান ও মুসলিম চ্যাপলিন সেলদা সেজেন আনন্দভরা চিত্তে ব্যক্ত করেন, “ এটি একটি অপূর্ব সুযোগ এবং এটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস তৈরি ও তা প্রতিপালনের অনন্য সুযোগ অনুষদ, অনুষদের শিক্ষার্থী ও কর্মীদের জন্য। ”
প্রতিবছরই অক্টোবর মাসে কানাডায় ‘ইসলামিক হিস্টোরি মানথ’ উদযাপিত হয়। প্রতিবারের মতো এ বছরও পারস্পরিক সহযোগিতা এবং আদিবাসীবিরোধী বর্ণবাদ ও ইসলামভীতি থেকে নিরাময় প্রতিপাদ্য-কে সামনে রেখে দেশটিতে এ মাস পালিত হচ্ছে। দেশব্যাপী আয়োজনের মধ্যে আরো আছে তথ্যবিনিময়, সংকট নিরসনের যৌথ উদ্যোগ, শিল্প প্রদর্শনী, আদিবাসীদের মসজিদে আমন্ত্রণ জানানো ইত্যাদি।
উল্লেখ্য, কানাডায় ইসলাম সবচেয়ে অগ্রসরমান ধর্ম। দেশটির বিভিন্ন পরিসংখ্যানে জানা যায়, গত এক দশকে কানাডার মুসলিম জনসংখ্যার হার ৮২ শতাংশ বেড়েছে। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে এক মিলিয়নের চেয়ে বেশি মুসলিম বসবাস করে, যারা কানাডার মোট জনসংখ্যার ৩.২ শতাংশ।
সূত্র: অ্যাবাউট ইসলাম, ইকনা।