গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় চলতি রমজান মাসে দিনের বেলায় চায়ের দোকান বন্ধ রাখার কারণে ৮ দোকানিকে পুরস্কৃত করা হয়েছে। নগরীর গাছা মধ্যপাড়া এলাকার ‘মসজিদ উন নূর’ জামে মসজিদে আজ শুক্রবার জুমার নামাজে তাদের পুরস্কৃত করা হয়। ওই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসাইন নূরানীর নিজ উদ্যোগে এ পুরস্কার দেয়া হয়।
জানা যায়, পবিত্র রমজান মাস শুরুর আগে এক জুমায় হাজারও মুসল্লির উপস্থিতে ‘মসজিদ উন নূর’ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসাইন নূরানী ঘোষণা দেন- এলাকার মধ্যে যারা রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় চায়ের দোকান না খুলবে তাদের জন্য বিশেষ দোয়া এবং পুরস্কৃত করা হবে।
এ ঘোষণার পর এলাকার সড়কগুলোতে বিভিন্ন সময়ে খোঁজখবর নেওয়া হয়। যারা ওই ঘোষণা শুনে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পর্দা টাঙিয়ে চায়ের দোকান খোলা রাখেননি, তাদের ৮ জনের নামের তালিকা করা হয়। এরপর ওই তালিকা যাচাই-বাছাই শেষে রমজানের তৃতীয় জুমায় হাজারও মুসল্লির সামনে খুতবার আগে তাদের নাম ঘোষণা করা হয়।
এ সময় তাদের মিম্বরের কাছে ডেকে নিয়ে সবার সামনে পরিচয় করিয়ে প্রত্যেককে ঈদের উপহার সামগ্রী হাতে তুলে দিয়ে বিশেষ দোয়া করা হয়। পুরস্কৃতরা সবার সামনে এমন সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ব্যতিক্রমী এ উদ্যোগকে স্থানীয় সবাই সাধুবাদ জানিয়েছেন।