রাজধানী ঢাকা সহ সারাদেশে বেশ কয়েকদিন যাবত প্রচন্ড গরম ছিল। গরমে অতিষ্ট ছিল নগরবাসী। মাঝে মধ্যে রাতের আকাশে কালো মেঘের ঘনঘটা ও বাতাসের কিছুটা তীব্রতা দেখা গেলেও বৃষ্টির কোনো দেখা মিলছিল না। আজ রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ ৬৬ কিলোমিটার বেগে বয়ে গেল কালবৈশাখী ঝড়। তার সাথে হয়েছে হালকা বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানায়, রবিবার সন্ধ্যা ৭টা থেকে কয়েক ঘন্টা রাজধানী সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সাথে অস্থায়ীভাবে ঝড়ো বা দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে কালবৈশাখী ঝড়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা ভেঙ্গে পড়ে। বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় সব ধরনের নৌযান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।