আজ চলছে সরকারি বিধি-নিষেধের চতুর্থ দিন। সর্বদা ব্যস্ত থাকা রাজধানী লকডাউনের কারণে কয়েক দিন ধরেই ফাঁকা দেখা যায়। এর উপর আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে লকডাউন আর বৃষ্টির কারণে সড়কে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। তবে বৃষ্টির কথা বাদ দিলে লকডাউনের মধ্যেও সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা।
আজ রবিবার (৪ জুলাই) সকাল ৭টার দিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আফতাব আহম্মেদ গণমাধ্যমকে বলেন, সকাল ৭টা পর্যন্ত ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টির মাত্রা বেড়েছে। দুপুর পর্যন্ত মেঘলা আকাশসহ বৃষ্টি থাকতে পারে।
এর আগে আবহাওয়া অফিস জানায়, রাজধানী ঢাকাসহ সারাদেশে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকতে পারে। তবে কোথাও কোথাও আকাশে রোদের দেখা মিলেতে পারে।
এদিকে ভোর থেকে বৃষ্টি হওয়ায় সাধারণ কর্মজীবীরা ঘর থেকে বের হতে পারেনি। অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে যেতে দেখা গেছে। ফলে এলাকার অলি গলিতে প্রয়োজনে বের হওয়া মানুষ ও রিকশা চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় পানি জমে থাকার কারণে অনেক দোকানদার তাদের দোকানও খুলতে পারেনি।