রাজধানীর শেওড়াপাড়ায় কানিজ ফাতেমা (৫০) নামে এক নারী বাসচাপায় নিহত হয়েছে। নিহত কানিজ ফাতেমা ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডে চাকরি করতেন। মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রিন ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর লিংক পরিবহনের একটি বাস মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁওয়ের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাসটি আটক করে পুলিশকে খবর দেন। ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী দুজনেই পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেট্রোরেলের কাজ চলার কারণে মিরপুরের রাস্তা অনেকটা সংকুচিত হয়েছে। নিহত ওই নারী রিকশাযোগে কাজীপাড়ার দিকে যাচ্ছিলেন। পেছন থেকে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। ওই সময় তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কিছু ছাত্র এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। তবে যান চলাচল স্বাভাবিক ছিল। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।