রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির দেখা মিলেছে। দুঃসহ গরমের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে মানুষের মাঝে।
ভোরে হঠাৎ ঝড়ের তীব্রতায় ঘুম ভেঙে যায় অনেক নগরবাসীর। শুধু ঢাকা নয়, শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এতে কয়েকদিন ধরে চলা অস্বস্তিকর গরমে স্বস্তি ফিরেছে জনজীবনে। তাপমাত্রা খুব বেশি না হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছিল মানুষ।
আজ শনিবার (২১ মে) ভোর রাত থেকে আকাশ মেঘলা হতে থাকে। ভোর ৬টা নাগাদ শুরু হয় বাতাস। ধীরে ধীরে এর গতি বাড়ে। সেই সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি। এতে রাস্তাঘাট ভিজে গেছে। কোথাও কোথাও পানি জমেছে।
ছুটির দিন ও ভোর থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীর রাস্তায় সেভাবে যানবাহন ছিল না। ফলে স্কুলগামী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ছাতা হাতে- রেইনকোট পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। খানিকটা ভোগান্তিরও শিকার হন তারা।
অবশ্য গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিস জানিয়েছিল, শনিবার রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।