আজ বুধবার (৭ জুলাই) সকাল সোয়া ৯ টার দিকে রাজধানী ঢাকাসহ সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুর, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ইউএসজিএস সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। এই ভূমিকম্পের উৎপত্তি সীমান্তের মেঘালয় অংশের লাখিপুর থেকে সাত কিলোমিটার দক্ষিণে ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সকাল সকাল মাত্র কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পাঁচবিবির আটাপাড়া গ্রামের বাসিন্দা বকুল হোসেন বলেন, ‘খাটে শুয়ে ছিলাম। হঠাৎ দেখি খাট নড়াচড়া করছে। এতে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বুঝলাম ভূমিকম্প হয়েছে।’
কুষ্টিয়ায় ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর থেকে বাইরে ছুটে বের হয়ে আসেন। আবার ভূকম্পন হতে পারে এই আশঙ্কায় তাঁরা বেশ কিছু সময় বাইরে অবস্থান করেন।