গত ৮ সেপ্টেম্বর মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এই ঘটনায় পুরো যুক্তরাজ্যজুড়ে বইছে শোকের ছায়া। সেই শোক বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। তবে সোদি আরবে ঘটেছে অদ্ভুত এক ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোদি আরব কর্তৃপক্ষ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, ওই ব্যক্তি মৃত রানির জন্য মক্কায় ওমরাহ পালন করেছেন। ইয়েমেনের ওই ব্যক্তি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তাকে মুসলিমদের পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে দেখা যায়। এই স্থানে মুসলিম ধর্মাবলম্বী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ।
সেখানে ওই ব্যক্তি একটি ব্যানার ধরে আছেন। তাতে লেখা, রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ, রানিকে স্বর্গে (বেহেশত) এবং ধার্মিকদের মধ্যে গ্রহণ করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। এর একটি ভিডিও সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। টুইটারে ব্যবহারকারীরা তাকে গ্রেপ্তারের আহ্বান জানান।
সৌদি কর্তৃপক্ষ মক্কার মধ্যে ব্যানার ও স্লোগান নিষিদ্ধ করেছে। মৃত মুসলিমদের জন্য ওমরাহ পালন করা গেলেও অমুসলিমদের জন্য ওমরাহ পালনের নিয়ম নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওমরাহ নীতি ভঙ্গ করায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।