রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত মাঈনুদ্দিন ইসলাম এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থীর এতো ভালো ফলাফলেও তাকে হারানোর ব্যথায় বাসা, মহল্লা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও কারো মুখে হাসি নেই।
এসএসসি পরীক্ষার পর গত ২৯ নভেম্বর রামপুরায় বাসচাপায় নিহত হয় মাঈনুদ্দিন। তার মৃত্যুর পর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে তার সাফল্য আবারো কাঁদাল সবাইকে।
রামপুরার তিতাস রোডে নিজের চায়ের দোকানে বসে তাঁর বাবা আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, তাঁর ছেলে ভালো রেজাল্ট করে. ভালো চাকরি করে বাবাকে সহায়তা করতে চেয়েছিল। বলেছিল, ‘বাবা, আমি পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি করব। চাকরি পেলে তোমাকে আর কষ্ট করে চায়ের দোকান করতে হবে না।
ছেলের এসএসসির ফলের কাগজ দেখিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন ‘পুত (ছেলে), তোরে আমি ভিক্ষা করে হলেও পড়াইতাম। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল।