রাজধানীর রামপুরা ব্রিজের ওপর একটি বাসে রহস্যজনক আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুই ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান জানিয়েছেন, আজ শনিবার (৩ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, “আমরা সকাল ৭টা ১০ মিনিটে রামপুরা ব্রিজের ওপর বাসে আগুন লাগার খবর পাই। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। প্রাথমিকভাবে জানা গেছে বাসটির ভিক্টর পরিবহনের।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নিয়াজ বলেন, লকডাউনে গণপরিবহন বন্ধ। গণপরিবহন বন্ধ থাকায় রামপুরা ব্রিজ এলাকায় অনেকগুলো বাস পার্কিং করা আছে। এর মধ্যে একটি বাসে আগুন লাগে। ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি বাসেই পরিবহনের স্টাফরা রাতের বেলা ঘুমান। ধারণা করা হচ্ছে, কয়েল বা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের এক স্টাফকে থানায় নিয়ে আসা হচ্ছে। ঘটনাস্থলে থাকা আমাদের টিম থানায় এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।