তাবলীগ জামাতের মুরব্বি ও শাইখুল হাদীস মাওলানা মুহাম্মদ যাকারিয়া (র.) রোজা শুদ্ধ হওয়ার জন্য ছয়টি আদব লিখেছেন, যার দ্বারা রোজা পূর্ণ হয়।
১. জবানের হেফাজত করাঃ- মিথ্যা, চোগলখুরী, গীবত, বাজে কথা, কটু কথা ইত্যাদি থেকে জবানকে হেফাজত করা।
২. চোখের হেফাজত করাঃ- হারাম ও নাজায়েজ এর প্রতি দৃষ্টিপাত না করা।
৩. কানের হেফাজাত করা।
৪. শরীরে সব অঙ্গের হেফাজত করা। বিশেষত হাত-পা, পেট।
৫. রোজা কবুল হয় কিনা এ ভয়ে সব সময় থাকা।
৬. ইফতারের সময় অনেক বেশী না খাওয়া। ( ফাজায়ে)