ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান এ আগুনের ঘটনায় লাফিয়ে পড়া মানুষের সন্ধানে ৩য় দিনের মত উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা।
আজ রবিবার সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোন লাশ উদ্ধারের খবর পাওয়া যায়নি। নিখোঁজদের স্বজনদের দাবি নদীতে লাফিয়ে এখনও কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। তবে পুলিশের কন্ট্রোল রুমের তথ্যমতে ৪১ জন এবং রেড ক্রিসেন্টের তথ্যমতে এখনও ৫১ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে স্বজনরাও ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছেন। কারো হাতে রয়েছে নিখোঁজদের ছবি। তা নিয়ে নদী তীরের বাসিন্দাদের দেখাচ্ছেন, আর বিলাপ করছেন। কেউ আবার নদী তীরের মিনিপার্ক, ডিসিপার্ক, লঞ্চঘাট এবং ঘটনাস্থল দিয়াকুল এলাকায় ঘুরছেন। অন্তত নিখোঁজ স্বজনদের মৃতদেহটা যেন বাড়ি নিয়ে যেতে পারেন, সেই অপেক্ষায় আছেন স্বজনরা।